‎ ﺑِﺴْـــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ
বিসমিল্লাহ হির রাহমানির রাহীম


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
- আপনাদের কাছে কি একটু Help পেতে পারি?
আপনি কি Sunni-Encyclopedia (সুন্নী-বিশ্বকোষ) ব্লগটি নিয়মিত Visit করছেন? এই ব্লগটি সম্পর্কে আপনার মতামত এখানে কমেন্ট Box এ জানিয়ে Review দিলে খুশি হব।
1) যেকোন বিষয়ে পোস্ট কিভাবে খুঁজে পাবেন?
→ দেখুন বাম দিকে (সার্চ-Search করুন) লিখা বক্স আছে। এখানে সার্চ দিলেই পেয়ে যাবেন।
→ তাছাড়া আপনে যেকোন ব্রাউজার থেকে Google এ সার্চ দিয়ে আমাদের ব্লগটি পেতে চাইলে এভাবে সার্চ দিনঃ
যেমন- [মীলাদুন্নবী (ﷺ) কিংবা নূরনবী (ﷺ) সম্পর্কে কোন পোস্ট পড়তে চাচ্ছেন। পোস্টের Headline একটি বানিয়ে লিখে শেষে ব্লগটির নাম দিবেন পেয়ে যাবেন।
যেমনঃ [ মীলাদুন্নবী (ﷺ) অথবা সৃষ্টিতত্ত্ব ও নূরতত্ত্ব in Sunni-Encyclopedia]
2) আপনাদের যাবতীয় পরামর্শ, এই ওয়েবসাইটির Review, সংশোধনী, কোন প্রশ্ন থাকলে, মতামত প্রদানের কিংবা সহযোগিতা করার ইচ্ছা থাকলে তা এখানে ব্যক্ত করবেন।
3) যেকোন পোস্টে যদি (আল-কুরআনের কোন আয়াত কিংবা হাদিস এর অর্থ) কোন ভূল পেয়ে থাকেন মুসলমান হিসেবে ভূল ধরিয়ে দেয়া আপনার নৈতিক কর্তব্য।
4) যদি আপনি মনে করেন Website টি মুসলমানদের উপকারে আসবে তাহলে বেশি বেশি শেয়ার করুন।
♥ রাসূল (ﷺ) ইরশাদ করেন-
“প্রচার কর, যদি একটি মাত্র আয়াতও হয়।”
★ সহীহ বুখারী
♥ রাসূল (ﷺ) ইরশাদ করেন-আমার পক্ষ থেকে একটি বাণী হলেও [মানুষের কাছে] পৌঁছে দাও। 
★ তাহাবী শরীফ, হাদীস নং-৫৫৭০, 
★ সহীহ বুখারী, হাদীস নং-৩২৭৪, 
★ সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৬২৫৬,
★ সুনানে তিরমিযী, হাদীস নং-২৬৬৯
♥“যে লোক সৎ কাজের জন্য কোনো সুপারিশ করবে, তা থেকে সেও একটি অংশ পাবে। 
আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্য, সে তার পাপের বোঝারও একটি অংশ পাবে। বস্তুত, আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান।” 
★ (আল-কুর'আন: সুরা নিসা, আয়াত ৮৫)
5) বিশেষ করে (আহলুস-সুন্নাত ওয়াল জামাত) এর আকিদাভুক্ত ভাই-বোনদের কাছে অনুরোধ করব ব্লগটি নিয়মিত শেয়ার করে, প্রচার করে আমাদের প্রতি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন।
6) আমাদের অনেকগুলো ফ্রী ব্লগ আছে। তাছাড়া Paid ওয়েবসাইটও রয়েছে। যদি আপনি অর্থ দিয়ে সহায়তা করতে চান তাহলে সেটাও করতে পারেন। এই হল আমাদের ওয়েবসাইট :
7) ব্লগটি সম্পর্কে কিছু তথ্যঃ
আলহামদুলিল্লাহ্‌ আপনাদের সকলের সহযোগিতায় এই ব্লগটিতে-
→  ৪ বছরে ১১ লক্ষ View হয়েছে। 
→ এখানে প্রতিদিন হাজারো traffic থাকে।
→ বাংলাদেশের বৃহত্তম সুন্নী ব্লগ গুলোর মধ্যে ইহা অন্যতম।
→ এখানে ১৩০০ এর মত পোস্ট রয়েছে।
→ ৫০০+ বই রয়েছে।
→ ইসলামিক এপ + ভিডিও প্রায় সব রয়েছে।
→ আমরা আরো ১২-১৫টি ব্লগ চালিয়ে থাকি।
→ আমাদের Facebook Page, Group , Google+ এ Follow করে/ যুক্ত হয়ে আমাদের সাথে থাকুন।
→ আরো কোন উন্নয়ণ দরকার হলে কমেন্ডে জানাবেন।

 
Top