[কিতাবঃ যুগ জিজ্ঞাসা, 

✍লেখকঃ অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আল-কাদেরী]


মুহাম্মদ মিযানুর রহমান

ছাত্র- জামেযা আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম।


 🔴প্রশ্নঃ🔴 সন্তানকে তিনটি বিষয় শিক্ষা দেয়ার কথা শুনেছি, তবে কোন্ তিনটি বিষয়ের কথা নবীজি বলেছেন? হাদীসের উদ্ধৃত সহকারে জানালে কৃতজ্ঞ হব।


 উত্তর: প্রতিটি হাদিসের কিতাবে শিষ্ঠাচারের একটি অধ্যায় বিদ্যমান। প্রিয়নবী রাসূলে পাক (ﷺ) তাঁর উম্মতের জীবন-যাপন, আখলাক ও চলা-ফেরা ইত্যাদি যাতে সুন্দর হয় সে লক্ষ্যে অসংখ্য শিষ্ঠাচার ও আদব কায়দা শিক্ষা দিয়েছেন। প্রিয়নবী (ﷺ) স্বীয় উম্মতদেরকে নিজ নিজ সন্তানদের ব্যাপারে তালিম তথা শিক্ষা/শিষ্ঠাচার সংক্রান্ত বহু হাদিসে পাকে তিনটি বিষয়ে শিক্ষাদানের কথা উল্লেখ করেছেন। বিখ্যাত হাদিস গ্রন্থ দায়লামী শরীফে রাসূলে পাক (ﷺ) ইরশাদ করেছেন-

قال رسول الله صلى الله عليه وسلم اُدِبُوا اولادكم على ثلاث خصال حب نبيكم وحب اهل بيته وعلى قراة القران اوكما قال عليه الصلوة والسلام-

অর্র্থাৎ প্রিয়নবী (ﷺ) ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে আদব শিক্ষা দাও। তোমাদের প্রিয় নবীর প্রতি ভালোবাসা, তাঁর (নবীজির) আহলে বায়ত তথা পরিবার ও বংশধরের প্রতি ভালোবাসা এবং ক্বোরআন মজীদ তেলাওয়াত শিক্ষা দাও।

[দায়লামী শরীফ] উপরোক্ত হাদিস প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম জালাল উদ্দীন সূয়ুতী (رحمة الله) তাঁর রচিত ‘আল জামেঊস সগীরে’ও বর্ণনা করেছেন।

 
Top