[কিতাবঃ যুগ জিজ্ঞাসা, 

✍লেখকঃ অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আল-কাদেরী]


নাম প্রকাশে অনেচ্ছুক

ফুলগাজী, ফেনী।


 🔴প্রশ্নঃ🔴 কিছুদিন পূর্বে আমাদের এলাকায় এক যুবক তার আপন চাচাতো ভাইয়ের বৌকে নিয়ে পালিয়ে যায় অতঃপর কাজি অফিসে গিয়ে তারা বিবাহ্ করে। পূর্বের স্বামীর তালাক ব্যতীত তাদের এই বিবাহ কতটুকু শরীয়ত সম্মত? অতঃপর ওই যুবক ৪/৫ দিন থেকে আবার মেয়েটিকে ছেড়ে পালিয়ে যায়। ঐ মেয়েটিকে পূর্বের স্বামী পুনরায় গ্রহণ করতে চায়। এমতাবস্থায় শরীয়তের বিধি মোতাবেক তাদের করণীয় কি? আর উক্ত যুবক আর মেয়েটির এই অবৈধ মেলামেশার শাস্তি কি?


উত্তর: তাদের উক্ত বিবাহ্ শরীয়ত সম্মত নয়। তাদের কুকর্ম সম্পূর্ণ জেনা ও ব্যভিচার। হদ ও শাস্তিযোগ্য অপরাধ হয়েছে বিধায় খালেস নিয়তে লজ্জিত হয়ে উভয়ে মহান আল্লাহ্ তা‘আলার দরবারে তাওবা করতে হবে। জেনা ও ব্যভিচারের শাস্তি কঠিন। অবিবাহিত পুরুষ হলে একশত বেত্রাঘাত করা আর বিবাহিত অবস্থায় কোন নারী-পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে এবং তা প্রমাণিত হলে রজম তথা পাথর মারা। তবে শরীয়তের এ শাস্ত শুধু আদালতই কার্যকর করার ক্ষমতা রাখে আর কেউ না। পূর্বের স্বামীর নিকট উক্ত মহিলা ফিরে যেতে পারবে যেহেতু পূর্বের স্বামীর বৈধ স্ত্রী হিসেবে উক্ত মহিলা বিদ্যমান আছে। তবে অবশ্যই উক্ত স্ত্রী স্বীয় স্বামীর নিকট ক্ষমা চাইবে এবং আল্লাহ্র দরবারে তাওবা করবে। আর উক্ত ছেলেকে সামাজিকভাবে শাস্তি দেবে এবং তাওবা করাবে।

 
Top