❏ প্রশ্নঃ মাযারে গেলে দেখা যায় কোন লোক দাঁড়িয়ে মাযার যিয়ারত করে কেউ বসে করে কোনটি উচিত� মাযারে গিয়ে চারিদিকে চুমু দেয়া কি জায়েয, নাকি নাজায়েয� মাযার যিয়ারত করে আসার সময় মাযার পেছনে করে আসা ঠিক না বেঠিক� বিস্তারিত জানালে উপকৃত হব। #MustShAre

✍�� উত্তরঃ আল্লাহর পূণ্যাত্মা বান্দা তথা অলীদের কবর শরীফ যিয়ারত করা বা যিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েয ও পূণ্যময় কাজ। যিয়ারত দাঁড়িয়ে বা বসে উভয় অবস্থায় করা যায়। তবে যিয়ারতের সময় ততটুকু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বা বসে যিয়ারত করবে যতটুকু দূরত্ব তাঁর জীবদ্দশায় রাখা হত।

আর যিয়ারতের পর আল্লাহর অলীগণের মাযারকে সামনে নিয়ে মুহাব্বত ও ভক্তিসহকারে ধীরে-আস্তে তাঁদের মাযার শরীফ থেকে বের হওয়াটা আদব ও তাঁদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের নামান্তর। আর আল্লাহর পূণ্যাত্মা বান্দাদের সাথে লাগানো মাটি ইত্যাদি আল্লাহর তাজাল্লি, রহমত ও বরকত বর্ষণের স্থান। তাতে ভক্তিস্বরূপ চুম্বন করাতে কোন কোন ফকিহর দৃষ্টিতে অসুবিধা নেই। কোন কোন ফকিহ নিষেধ করেছেন যাতে চুম্বন করতে গিয়ে বেয়াদবী হয়ে না যায়। তবে মাযারের সম্মানার্থে সিজদা করা অধিকাংশ ফক্বীহ্‌গণের মতে নাজায়েয ও গুনাহ্‌।

[কিতাবুল আশবাহ্‌ ওয়ান্‌ নাজায়ের, কৃত ইমাম ইবনে নুজাইম আল্‌-মিসরি আলহানাফী রহমাতুল্লাহি আলাইহি, ১ম খণ্ড, ফন্নে আওয়াল, ইমাম আহমদ রেযা কর্তৃক রচিত আয্‌ যুবদাতুয্‌ যাকিয়্যাহ্‌ এবং রদ্দুল মুহতার কৃত ইমাম ইবনে আবেদীন আশ্‌-শামী আল্‌ হানাফী রহমাতুল্লাহি আলাইহি যিয়ারত অধ্যায় ইত্যাদি।

[সূত্র. যুগ-জিজ্ঞাসা, পৃ. ২২-২৩]
।।।
মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী
প্রধান ফকিহ্-জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম।
যুগ জিজ্ঞাসা (প্রশ্ন-উত্তর)
প্রচারেঃ facebook.com/SunniAqidah
প্রকাশনায় : আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট
৩২১ দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
www.anjumantrust.org

 
Top