সহীহ হাদীছ শরীফের কিতাব সমূহের মধ্যে অন্যতম একটি কিতাব হচ্ছে “সুনানে দারেমী”। অনেকে সিহাহ সিত্তার মধ্যে ইবনে মাজাহর পরিবর্তে এই কিতাবকে গন্য করে থাকেন। এ কিতাবে সাত ভাগে কুরবানীর বিষয়ে একটা অধ্যায়ই রয়েছে।

আর সেখানে হাদীছ শরীফ রয়েছে,

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ : نَحَرْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم الْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ

অর্থ: হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু অানহু থেকে বর্ণিত, আমরা হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ৭ ভাগে একটি গরু কুরবানী করতাম।” (সুনানে দারেমী ২৬৪ পৃষ্ঠা: হাদীছ ১৯৯১ নং হাদীছ)



সূতরাং যারা ১৮ বছর ধরে খুঁজে পান না তারা গায়রে মুকাল্লিদ লা’মাযহাবী হওয়ার কারনে অজ্ঞ মূর্খ হয়েছে, তাই তারা খুজে পাচ্ছে না।





 
Top