Al-Quran: Kanzul Imaan
৮০.সূরা আল-আবাসা (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
عَبَسَ وَتَوَلّىٰ
80:1 (তিনি) ভ্রূ কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন,
أَن جاءَهُ الأَعمىٰ
80:2 এ কারনে যে, তার নিকট সেই অন্ধ ব্যক্তি উপস্থিত হয়েছে।
وَما يُدريكَ لَعَلَّهُ يَزَّكّىٰ
80:3 এবং আপনি কি জানেন? হয় তো সে পবিত্র হতো,
أَو يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكرىٰ
80:4 কিংবা সে উপদেশ গ্রহণ করতো, অতঃপর তাকে উপদেশ উপকৃত করতো।
أَمّا مَنِ استَغنىٰ
80:5 ওই ব্যক্তি, যে বে-পরোয়া হয়ে যায়,
فَأَنتَ لَهُ تَصَدّىٰ
80:6 আপনি তারই পেছনে লেগে আছেন।
وَما عَلَيكَ أَلّا يَزَّكّىٰ
80:7 এবং সে পবিত্র না হলে তাতে আপনার কোন ক্ষতি নেই।
وَأَمّا مَن جاءَكَ يَسعىٰ
80:8 এবং ওই ব্যক্তি যে আপনার দরবারে দৌঁড়ে এসেছে।
وَهُوَ يَخشىٰ
80:9 এবং সে ভয়ও করেছে,
فَأَنتَ عَنهُ تَلَهّىٰ
80:10 অতঃপর আপনি তাকে ছেড়ে দিয়ে অন্য দিকে মনোনিবেশ করছেন;
كَلّا إِنَّها تَذكِرَةٌ
80:11 এরূপ হতে পারে না। এটা তো বুঝানো (বা উপদেশ দেওয়া) মাত্র;
فَمَن شاءَ ذَكَرَهُ
80:12 অতঃপর যার ইচ্ছা হয় সে এটা স্মরণ করবে।
فى صُحُفٍ مُكَرَّمَةٍ
80:13 ওই সমস্ত পুস্তকের (সহীফা) মধ্যে, যেগুলো সম্মানিত,
مَرفوعَةٍ مُطَهَّرَةٍ
80:14 উচ্চস্থানীয়,পবিত্রতাময়,
بِأَيدى سَفَرَةٍ
80:15 এমনসব লেখকের হাতে লিখিত,
كِرامٍ بَرَرَةٍ
80:16 যারা মর্যাদাসম্পন্ন, পূণ্যবান।
قُتِلَ الإِنسٰنُ ما أَكفَرَهُ
80:17 মানুষ নিহত হোক! সে কেমন অকৃতজ্ঞ!
مِن أَىِّ شَيءٍ خَلَقَهُ
80:18 তাকে কি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন?
مِن نُطفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ
80:19 পানি-বিন্দু (বীর্য) থেকে তাকে সৃষ্টি করেছেন। তারপর তাকে বিভিন্ন অঙ্গ-সৌষ্ঠবের মধ্যে রেখেছেন,
ثُمَّ السَّبيلَ يَسَّرَهُ
80:20 অতঃপর তার জন্য পথ সোজা করে দিয়েছেন;
ثُمَّ أَماتَهُ فَأَقبَرَهُ
80:21 অতঃপর তাকে মৃত্যু প্রদান করেছেন, তারপর কবরে রাখিয়েছেন;
ثُمَّ إِذا شاءَ أَنشَرَهُ
80:22 অতঃপর যখন ইচ্ছা করবেন, তখন তাকে বের করবেন।
كَلّا لَمّا يَقضِ ما أَمَرَهُ
80:23 কিছুই নয়, যে এখনো পর্যন্ত তা পূর্ণ করে নি, যা তার প্রতি হুকুম হয়েছিলো।
فَليَنظُرِ الإِنسٰنُ إِلىٰ طَعامِهِ
80:24 সুতরাং মানুষের উচিত যেন তার খাদ্যের প্রতি দৃষ্টিপাত করে
أَنّا صَبَبنَا الماءَ صَبًّا
80:25 যে, আমি ভালোভাবে পানি বর্ষণ করেছি;
ثُمَّ شَقَقنَا الأَرضَ شَقًّا
80:26 অতঃপর ভূমিকে খুব বিদীর্ণ করেছি;
فَأَنبَتنا فيها حَبًّا
80:27 অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য;
وَعِنَبًا وَقَضبًا
80:28 এবং আঙ্গুর ও চারা,
وَزَيتونًا وَنَخلًا
80:29 আর যায়তূন ও খেজুর,
وَحَدائِقَ غُلبًا
80:30 এবং ঘন সন্নিবিষ্ট বাগানসমূহ,
وَفٰكِهَةً وَأَبًّا
80:31 এবং ফলমূল ও গবাদি খাদ্য;
مَتٰعًا لَكُم وَلِأَنعٰمِكُم
80:32 তোমাদের উপকারার্থে এবং তোমাদের পশুগুলোর।
فَإِذا جاءَتِ الصّاخَّةُ
80:33 অতঃপর যখন আসবে ওই কর্ণবিদারক ধ্বনি,
يَومَ يَفِرُّ المَرءُ مِن أَخيهِ
80:34 সেদিন মানুষ পলায়ন করবে নিজ ভাই,
وَأُمِّهِ وَأَبيهِ
80:35 মাতা ও পিতা
وَصٰحِبَتِهِ وَبَنيهِ
80:36 এবং স্ত্রী ও সন্তানদের থেকে।
لِكُلِّ امرِئٍ مِنهُم يَومَئِذٍ شَأنٌ يُغنيهِ
80:37 তাদের মধ্যে  প্রত্যেকের সেদিন একটা   মাত্র ভাবনা থাকবে, যা-ই তাকে (অন্যের ভাবনা থেকে) বিরত রাখবে।
وُجوهٌ يَومَئِذٍ مُسفِرَةٌ
80:38 কতগুলো চেহারা সেদিন উজ্জ্বল হবে,
ضاحِكَةٌ مُستَبشِرَةٌ
80:39 হাসবে খুশী উদযাপন করবে।
وَوُجوهٌ يَومَئِذٍ عَلَيها غَبَرَةٌ
80:40 এবং সেদিন কতগুলো চেহারার উপর ধূলিবালি পড়েছে- এমন হবে;
تَرهَقُها قَتَرَةٌ
80:41 সেগুলোর উপর কালিমা ছেয়ে থাকবে।
أُولٰئِكَ هُمُ الكَفَرَةُ الفَجَرَةُ
80:42 এরা হচ্ছে তারাই, (যারা) কাফির, পাপী।
 
Top