Al-Quran: Kanzul Imaan
৭৮.সূরা আন-নাবা (কাঞ্জুল ইমান)

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
عَمَّ يَتَساءَلونَ
78:1 এরা একে অপরকে কোন্‌ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
عَنِ النَّبَإِ العَظيمِ
78:2 মহা সংবাদ সম্পর্কে?
الَّذى هُم فيهِ مُختَلِفونَ
78:3 যে সম্পর্কে তাদের মতভেদ রয়েছে।
كَلّا سَيَعلَمونَ
78:4 হাঁ, হাঁ শিগ্‌গিরই তারা জেনে যাবে;
ثُمَّ كَلّا سَيَعلَمونَ
78:5 অতঃপর, হাঁ, হাঁ শিগ্‌গিরই তারা জানতে পারবে।
أَلَم نَجعَلِ الأَرضَ مِهٰدًا
78:6 আমি কি যমীনকে বিছানা করি নি?
وَالجِبالَ أَوتادًا
78:7 এবং পাহাড়গুলোকে পেরেক?
وَخَلَقنٰكُم أَزوٰجًا
78:8 এবং তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছি,
وَجَعَلنا نَومَكُم سُباتًا
78:9 এবং তোমাদের নিদ্রাকে করেছি আরাম,
وَجَعَلنَا الَّيلَ لِباسًا
78:10 এবং রাতকে পর্দা পরিহিত করেছি,
وَجَعَلنَا النَّهارَ مَعاشًا
78:11 এবং দিনকে রোজগারের জন্য বানিয়েছি,
وَبَنَينا فَوقَكُم سَبعًا شِدادًا
78:12 এবং তোমাদের উপর সাতটা মজবুত ছাদ (আস্‌মান) প্রস্তুত করেছি,
وَجَعَلنا سِراجًا وَهّاجًا
78:13 এবং সেগুলোর মধ্যে একটা অতি উজ্জ্বল প্রদীপ স্থাপন করেছি,
وَأَنزَلنا مِنَ المُعصِرٰتِ ماءً ثَجّاجًا
78:14 এবং বর্ষণকারী মেঘ থেকে মুষলধারে বারি বর্ষণ করেছি,
لِنُخرِجَ بِهِ حَبًّا وَنَباتًا
78:15 যাতে তা দ্বারা উৎপন্ন করি শস্য এবং উদ্ভিদ,
وَجَنّٰتٍ أَلفافًا
78:16 এবং ঘন-সন্নিবিষ্ট বাগান।
إِنَّ يَومَ الفَصلِ كانَ ميقٰتًا
78:17 নিশ্চয় ফয়সালার দিন হলো এক নির্ধারিত সময়;
يَومَ يُنفَخُ فِى الصّورِ فَتَأتونَ أَفواجًا
78:18 যেদিন শিঙ্গায় ফুঁৎকার করা হবে, তখন তোমরা চলে আসবে দলে দলে,
وَفُتِحَتِ السَّماءُ فَكانَت أَبوٰبًا
78:19 এবং আস্‌মান খোলা হবে, ফলে বহু দরজা হয়ে যাবে।
وَسُيِّرَتِ الجِبالُ فَكانَت سَرابًا
78:20 এবং  পাহাড়গুলো চালিত করা হবে, সুতরাং  সেগুলো হয়ে যাবে মরীচিকা, যা দূর থেকে পানি বলে ভ্রমে ফেলবে।
إِنَّ جَهَنَّمَ كانَت مِرصادًا
78:21 নিশ্চয় দোযখ ওঁৎ পেতে রয়েছে,
لِلطّٰغينَ مَـٔابًا
78:22 উদ্ধতের ঠিকানা।
لٰبِثينَ فيها أَحقابًا
78:23 তারা তাতে যুগ যুগ ধরে থাকবে;
لا يَذوقونَ فيها بَردًا وَلا شَرابًا
78:24 (তারা) তাতে কোন প্রকার ঠাণ্ডার আস্বাদ পাবে না এবং না কোন পানীয়-
إِلّا حَميمًا وَغَسّاقًا
78:25 কিন্তু (পাবে শুধু) ফুটন্ত পানি এবং দোযখবাসীদের জ্বলন্ত পুঁজ;
جَزاءً وِفاقًا
78:26 যেমন কর্ম তেমন ফল।
إِنَّهُم كانوا لا يَرجونَ حِسابًا
78:27 নিশ্চয় তারা হিসাবের ভয় করতো না;
وَكَذَّبوا بِـٔايٰتِنا كِذّابًا
78:28 এবং তারা আমার আয়াতগুলোকে সীমাতীত অস্বীকার করেছে।
وَكُلَّ شَيءٍ أَحصَينٰهُ كِتٰبًا
78:29 এবং আমি প্রত্যেক বস্তুকে গুনে লিখে রেখেছি।
فَذوقوا فَلَن نَزيدَكُم إِلّا عَذابًا
78:30  এখন  তোমরা  স্বাদ  গ্রহণ  করো,  অনন্তর  আমি  তোমাদের  জন্য  কঠিন  শাস্তিকেই  বর্ধিত করবো।
إِنَّ لِلمُتَّقينَ مَفازًا
78:31 নিশ্চয় খোদাভীরুদের জন্য সাফল্যের স্থান রয়েছে;
حَدائِقَ وَأَعنٰبًا
78:32 বাগান এবং আঙ্গুরফল,
وَكَواعِبَ أَترابًا
78:33 এবং উঠতি যৌবনসম্পন্না সমবয়স্কা (যুবতীগণ),
وَكَأسًا دِهاقًا
78:34 এবং পানীয়ের পরিপূর্ণ পেয়ালাসমূহ।
لا يَسمَعونَ فيها لَغوًا وَلا كِذّٰبًا
78:35 যার মধ্যে না কোন অনর্থক কথা শুনবে, না মিথাবাদ;
جَزاءً مِن رَبِّكَ عَطاءً حِسابًا
78:36 পুরস্কার, তোমাদের রবের পক্ষ থেকে, নিতান্তই যথেষ্ট দান;
رَبِّ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما بَينَهُمَا الرَّحمٰنِ لا يَملِكونَ مِنهُ خِطابًا
78:37    যিনি    রব    আস্‌মানগুলো     ও    যমীনের    এবং    যা     কিছু    উভয়ের    মধ্যে    রয়েছে (সবকিছুর), রহমান, যাঁর সাথে (কেউ) কথা বলার অধিকার রাখবে না।
يَومَ يَقومُ الرّوحُ وَالمَلٰئِكَةُ صَفًّا لا يَتَكَلَّمونَ إِلّا مَن أَذِنَ لَهُ الرَّحمٰنُ وَقالَ صَوابًا
78:38  যেদিন  জিবরাঈল  দণ্ডায়মান  হবে   এবং  সব   ফিরিশ্‌তা  সারিবদ্ধ  থাকবে,  (তখন) কেউ  (কিছু)    বলতে  পারবে  না, কিন্তু যাকে রহমান   অনুমতি দেবেন   এবং সে সঠিক কথা   বলবে।
ذٰلِكَ اليَومُ الحَقُّ فَمَن شاءَ اتَّخَذَ إِلىٰ رَبِّهِ مَـٔابًا
78:39    ওটা  সত্য দিন; এখন যে ব্যক্তি ইচ্ছা  করে  সে তার  রবের দিকে  রাস্তা অবলম্বন  করুক!
إِنّا أَنذَرنٰكُم عَذابًا قَريبًا يَومَ يَنظُرُ المَرءُ ما قَدَّمَت يَداهُ وَيَقولُ الكافِرُ يٰلَيتَنى كُنتُ تُرٰبًا
78:40  আমি  তোমাদেরকে  এমন এক  শাস্তির  ভয় প্রদর্শন  করছি,  যা অতি   নিকটে এসে পৌঁছেছে,    যেদিন মানুষ দেখবে যা কিছু (কার্যাদি)   তার   দু’হাত অগ্রে  প্রেরণ   করেছে এবং কাফিরগণ বলবে, ‘হায়, যদি আমি কোন প্রকার মাটি হয়ে যেতাম!’
 
Top