Al-Quran: Kanzul Imaan
৮৯.সূরা আল-ফজর (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
وَالْفَجْرِ
89:1 ওই ভোর বেলার শপথ,
وَلَيالٍ عَشرٍ
89:2 এবং দশ রাতের,
وَالشَّفعِ وَالوَترِ
89:3 এবং জোড় ও বিজোড়ের,
وَالَّيلِ إِذا يَسرِ
89:4 এবং রাতের, যখন অতিক্রম করে যায়-
هَل فى ذٰلِكَ قَسَمٌ لِذى حِجرٍ
89:5 কেনই বা এতে জ্ঞানীদের জন্য শপথ হয়েছে!
أَلَم تَرَ كَيفَ فَعَلَ رَبُّكَ بِعادٍ
89:6   আপনি   কি   দেখেন   নি    আপনার   রব   ‘আদ    গোত্রের    সাথে   কি   ধরণের   ব্যবহার করেছেন?
إِرَمَ ذاتِ العِمادِ
89:7 ওই ‘ইরম’ সীমাতীত লম্বা ছিলো।
الَّتى لَم يُخلَق مِثلُها فِى البِلٰدِ
89:8 এমনকি, তাদের মতো (কাউকে) শহরগুলোতে সৃষ্টি করা হয় নি;
وَثَمودَ الَّذينَ جابُوا الصَّخرَ بِالوادِ
89:9 এবং ‘সামূদ’ (গোত্রীয়রা), যারা মরুদ্যানে বড় বশড় প্রস্তরখণ্ড কেটেছিলো;
وَفِرعَونَ ذِى الأَوتادِ
89:10 এবং ফির’আঊন, যে চৌকীলকের ফলকে আটকিয়ে শাস্তি দিতো;
الَّذينَ طَغَوا فِى البِلٰدِ
89:11 যারা শহরগুলোতে ঐদ্ধত্য প্রকাশ করলো,
فَأَكثَروا فيهَا الفَسادَ
89:12 অতঃপর সেগুলোতে অনেক ফ্যাসাদ ছড়ালো।
فَصَبَّ عَلَيهِم رَبُّكَ سَوطَ عَذابٍ
89:13 সুতরাং তাদেরকে তোমাদের রব আযাবের চাবুক অতি জোরে মারলেন।
إِنَّ رَبَّكَ لَبِالمِرصادِ
89:14 নিশ্চয় তোমাদের রবের সৃষ্টি থেকে কিছুই অদৃশ্য নয়।
فَأَمَّا الإِنسٰنُ إِذا مَا ابتَلىٰهُ رَبُّهُ فَأَكرَمَهُ وَنَعَّمَهُ فَيَقولُ رَبّى أَكرَمَنِ
89:15 কিন্তু মানুষ তো যখন তাকে তার রবে এভাবে পরীক্ষা করেন যে, তাকে উচ্চপদ ও নি’মাত দান করেন, তখন বলে, ‘আমার রব আমাকে সম্মান দিয়েছেন।’
وَأَمّا إِذا مَا ابتَلىٰهُ فَقَدَرَ عَلَيهِ رِزقَهُ فَيَقولُ رَبّى أَهٰنَنِ
89:16  আর যদি  পরীক্ষা    করেন  এবং  তার  রিযক্ব   তার উপর সংকুচিত করে দেন, তবে বলে, ‘আমার রব আমাকে অপমানিত করেছেন’।
كَلّا بَل لا تُكرِمونَ اليَتيمَ
89:17 এমন নয়, বরং তোমরা এতিমের সম্মান করছো না,
وَلا تَحٰضّونَ عَلىٰ طَعامِ المِسكينِ
89:18   এবং   পরস্পরের   মধ্যে   একে   অপরকে   উৎসাহ   দিচ্ছো   না   মিসকীনকে   আহার  করানোর প্রতি,
وَتَأكُلونَ التُّراثَ أَكلًا لَمًّا
89:19 এবং উত্তরাধিকারের মাল একত্রিত করে সম্পূর্ণরূপে খেয়ে থাকো,
وَتُحِبّونَ المالَ حُبًّا جَمًّا
89:20 এবং মাল-দৌলতকে অত্যন্ত ভালোবাসছো।
كَلّا إِذا دُكَّتِ الأَرضُ دَكًّا دَكًّا
89:21 হাঁ, হাঁ, যখন যমীনকে টুকরো টুকরো করে চূর্ণ-বিচূর্ণ করে দেয়া হবে,
وَجاءَ رَبُّكَ وَالمَلَكُ صَفًّا صَفًّا
89:22  এবং   আপনার  রব এর  নির্দেশ  আসবে আর ফিরিশ্‌তাগণ আসবে  কাতার কাতার হয়ে,
وَجِا۟يءَ يَومَئِذٍ بِجَهَنَّمَ يَومَئِذٍ يَتَذَكَّرُ الإِنسٰنُ وَأَنّىٰ لَهُ الذِّكرىٰ
89:23 এবং  সেদিন  জাহান্নামকে উপস্থাপন   করা হবে; সেদিন   মানুষ  ভাববে এবং এখন তার ভাববার সময় কোথায়?
يَقولُ يٰلَيتَنى قَدَّمتُ لِحَياتى
89:24   বলবে,     ‘হায়,    কোন    রকমে     আমি   যদি   জীবদ্দশায়ই    সৎকর্ম   অগ্রিম    পাঠাতে পারতাম।
فَيَومَئِذٍ لا يُعَذِّبُ عَذابَهُ أَحَدٌ
89:25 তবে, সেদিন তাঁর মত শাস্তি কেউ দিতে পারে না,
وَلا يوثِقُ وَثاقَهُ أَحَدٌ
89:26 এবং তাঁর মতো বাধনও কেউ বাধতে পারে না।
يٰأَيَّتُهَا النَّفسُ المُطمَئِنَّةُ
89:27 হে শান্তিময় প্রাণ!
ارجِعى إِلىٰ رَبِّكِ راضِيَةً مَرضِيَّةً
89:28   স্বীয়  রবের   দিকে   ফিরে   যাও,  এভাবে  যে,   তুমি   তার   উপর  সন্তুষ্ট    এবং   তিনি তোমার উপর সন্তুষ্ট,
فَادخُلى فى عِبٰدى
89:29 অতঃপর আমার খাস বান্দাদের মধ্যে প্রবেশ করো,
وَادخُلى جَنَّتى
89:30 এবং আমার জান্নাতে এসো!
 
Top