Al-Quran: Kanzul Imaan
৮২.সূরা আল-ইনফিতার (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
إِذَا السَّماءُ انفَطَرَت
82:1 যখন আস্‌মান ফেটে পড়বে,
وَإِذَا الكَواكِبُ انتَثَرَت
82:2 আর যখন তারকাপুঞ্জ ঝরে পড়বে,
وَإِذَا البِحارُ فُجِّرَت
82:3 আর যখন সমুদ্র প্রবাহিত করা হবে,
وَإِذَا القُبورُ بُعثِرَت
82:4 এবং যখন কবরগুলো উন্মোচিত করা হবে,
عَلِمَت نَفسٌ ما قَدَّمَت وَأَخَّرَت
82:5  তখন  প্রত্যেক   আত্না  অবগত  হবে  সে  সম্পর্কে,  যা  সে  পূর্বে   প্রেরণ   করেছে  এবং পশ্চাতে (রেখে এসেছে)।
يٰأَيُّهَا الإِنسٰنُ ما غَرَّكَ بِرَبِّكَ الكَريمِ
82:6 হে মানুষ! তোমাকে কোন জিনিস ধোঁকা দিয়েছে (ভুলিয়ে রেখেছে) আপন করুণাময় রব থেকে?
الَّذى خَلَقَكَ فَسَوّىٰكَ فَعَدَلَكَ
82:7 যিনি তোমাকে  সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুঠাম  করেছেন অতঃপর  সুসমঞ্জস করেছেন,
فى أَىِّ صورَةٍ ما شاءَ رَكَّبَكَ
82:8 যে আকৃতিতেই চেয়েছেন, তোমাকে গঠন করেছেন।
كَلّا بَل تُكَذِّبونَ بِالدّينِ
82:9 কিছুই নয়, বরং তোমরা বিচার হওয়াকে অস্বীকার করছো;
وَإِنَّ عَلَيكُم لَحٰفِظينَ
82:10 এবং নিশ্চয় তোমাদের উপর কিছু সংখ্যক রক্ষনাবেক্ষণকারী রয়েছে;
كِرامًا كٰتِبينَ
82:11 সম্মানিত লিখকগণ;
يَعلَمونَ ما تَفعَلونَ
82:12 তারা জানে যা কিছু তোমরা করো।
إِنَّ الأَبرارَ لَفى نَعيمٍ
82:13 নিশ্চয় পূণ্যবান তো অবশ্য শান্তিতে থাকবে;
وَإِنَّ الفُجّارَ لَفى جَحيمٍ
82:14 এবং নিশ্চয় পাপীরা অবশ্য জাহান্নামে যাবে;
يَصلَونَها يَومَ الدّينِ
82:15 ইনসাফের দিন তাতে গমন করবে;
وَما هُم عَنها بِغائِبينَ
82:16 এবং তা থেকে কোথাও লুকাতে পারবে না।
وَما أَدرىٰكَ ما يَومُ الدّينِ
82:17 আর তুমি কি জানো ইনসাফের দিন কেমন?
ثُمَّ ما أَدرىٰكَ ما يَومُ الدّينِ
82:18 অতঃপর তুমি কি জানো বিচারের দিন কেমন?
يَومَ لا تَملِكُ نَفسٌ لِنَفسٍ شَيـًٔا وَالأَمرُ يَومَئِذٍ لِلَّهِ
82:19  যেদিন   কোন আত্না  অপর কোন আত্নার উপর    কোন অধিকারই রাখবে   না   এবং সেদিন সমস্ত হুকুম আল্লাহ্‌রই হবে।
 
Top