Al-Quran: Kanzul Imaan
৯৪.সূরা আশ-শারহ (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
أَلَم نَشرَح لَكَ صَدرَكَ
94:1 আমি কি আপনার বক্ষ প্রশস্ত করি নি?
وَوَضَعنا عَنكَ وِزرَكَ
94:2 এবং আপনার উপর থেকে আপনার ওই বোঝা নামিয়ে নিয়েছি,
الَّذى أَنقَضَ ظَهرَكَ
94:3 যা আপনার পৃষ্ঠ ভেঙ্গেছিলো,
وَرَفَعنا لَكَ ذِكرَكَ
94:4 এবং আমি আপনার জন্য আপনার স্মরণকে সম্মুনত করেছি।
فَإِنَّ مَعَ العُسرِ يُسرًا
94:5 সুতরাং নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে,
إِنَّ مَعَ العُسرِ يُسرًا
94:6 নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
فَإِذا فَرَغتَ فَانصَب
94:7    অতএব,  যখন   আপনি  নামায  থেকে  অবসর  হবেন  তখন  দো’আর  মধ্যে  পরিশ্রম করুন,
وَإِلىٰ رَبِّكَ فَارغَب
94:8 এবং আপন রবের প্রতি মনোনিবেশ করুন।
 
Top