Latest News

Al-Quran: Kanzul Imaan
১১৪.সূরা আন-নাস (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
قُل أَعوذُ بِرَبِّ النّاسِ
114:1 আপনি বলুন, ‘আমি তারই আশ্রয়ে এসেছি, যিনি সকল মানুষের রব,
مَلِكِ النّاسِ
114:2 সকল মানুষের বাদশাহ্‌,
إِلٰهِ النّاسِ
114:3 সকল লোকের মা’বূদ-
مِن شَرِّ الوَسواسِ الخَنّاسِ
114:4 তারই অনিষ্ট থেকে, যে অন্তরে কু-মন্ত্রণা দেয় এবং আত্নগোপন করে,
الَّذى يُوَسوِسُ فى صُدورِ النّاسِ
114:5 যে মানুষের অন্তরসমূহে কু-প্ররোচনা ঢালে,
مِنَ الجِنَّةِ وَالنّاسِ
114:6 জ্বিন ও মানুষ।
Top