Al-Quran: Kanzul Imaan
৭৭.সূরা আল-মুরসালাত (কাঞ্জুল ইমান)

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
وَالمُرسَلٰتِ عُرفًا
77:1 শপথ সেগুলোর, যেগুলো প্রেরণ করা হয় লাগাতার;
فَالعٰصِفٰتِ عَصفًا
77:2 অতঃপর যেগুলো প্রচণ্ড ঝটকা দেয়;
وَالنّٰشِرٰتِ نَشرًا
77:3 অতঃপর যেগুলো বিক্ষিপ্ত করে ছড়িয়ে দেয়;
فَالفٰرِقٰتِ فَرقًا
77:4 অতঃপর যেগুলো ন্যায় ও অন্যায়ের মধ্যে খুব পার্থক্য করে দেয়,
فَالمُلقِيٰتِ ذِكرًا
77:5 অতঃপর সেগুলোরই শপথ; যেগুলোর যিক্‌রের অনুপ্রেরণা প্রদান করে;
عُذرًا أَو نُذرًا
77:6 যুক্তি-প্রমাণ পরিপূর্ণ করার অথবা সতর্ক করার নিমিত্ত।
إِنَّما توعَدونَ لَوٰقِعٌ
77:7 নিশ্চয় যে বিষয়ের তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তা অবশ্যই ঘটমান।
فَإِذَا النُّجومُ طُمِسَت
77:8 অতঃপর যখন তারকারাজিকে নিষ্প্রভ করা হবে;
وَإِذَا السَّماءُ فُرِجَت
77:9 এবং যখন আস্‌মানে ছিদ্রের সৃষ্টি হবে;
وَإِذَا الجِبالُ نُسِفَت
77:10 এবং যখন পর্বতমালাকে ধূলায় পরিণত করে উড়িয়ে দেওয়া হবে;
وَإِذَا الرُّسُلُ أُقِّتَت
77:11 এবং যখন রসূলগণের সময় আসবে;
لِأَىِّ يَومٍ أُجِّلَت
77:12 কোন্‌ দিনের জন্য স্থির করা হয়েছিলো?
لِيَومِ الفَصلِ
77:13 মীমাংসার দিনের জন্য।
وَما أَدرىٰكَ ما يَومُ الفَصلِ
77:14 এবং তুমি কি জানো মীমাংসা দিন কি?
وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ
77:15 সে দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
أَلَم نُهلِكِ الأَوَّلينَ
77:16 আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
ثُمَّ نُتبِعُهُمُ الءاخِرينَ
77:17 অতঃপর পরবর্তীদেরকে তাদের পেছনে পৌঁছাবো।
كَذٰلِكَ نَفعَلُ بِالمُجرِمينَ
77:18 পাপীদের সাথে আমি এরূপই করে থাকি।
وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ
77:19 সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
أَلَم نَخلُقكُم مِن ماءٍ مَهينٍ
77:20 আমি কি তোমাদেরকে এক তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নি?
فَجَعَلنٰهُ فى قَرارٍ مَكينٍ
77:21 অতঃপর সেটাকে এক সুরক্ষিত স্থানে রেখেছি;
إِلىٰ قَدَرٍ مَعلومٍ
77:22 এক নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত;
فَقَدَرنا فَنِعمَ القٰدِرونَ
77:23 অতঃপর আমি পরিমাণ নির্ণয় করেছি; সুতরাং আমি কতই উত্তম শক্তিমান!
وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ
77:24 সে দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
أَلَم نَجعَلِ الأَرضَ كِفاتًا
77:25 আমি কি যমীনকে একত্রকারী করি নি-
أَحياءً وَأَموٰتًا
77:26 তোমাদের জীবিত ও মৃতদের?
وَجَعَلنا فيها رَوٰسِىَ شٰمِخٰتٍ وَأَسقَينٰكُم ماءً فُراتًا
77:27 এবং আমি তাতে উচু উচু নোঙ্গর স্থাপন করেছি এবং আমি তোমাদেরকে খুব মিষ্ট পানি পান করিয়েছি।
وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ
77:28 সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
انطَلِقوا إِلىٰ ما كُنتُم بِهِ تُكَذِّبونَ
77:29 চলো, সেটার প্রতি, যাকে তোমরা অস্বীকার করতে।
انطَلِقوا إِلىٰ ظِلٍّ ذى ثَلٰثِ شُعَبٍ
77:30 চলো, ওই ধোঁয়ার ছায়ার প্রতি, যার তিনটি শাখা আছে;
لا ظَليلٍ وَلا يُغنى مِنَ اللَّهَبِ
77:31 না ছায়া প্রদান করে, না অগ্নিশিখা (উত্তাপ) থেকে রক্ষা করে।
إِنَّها تَرمى بِشَرَرٍ كَالقَصرِ
77:32 নিশ্চয় দোযখ স্ফুলিঙ্গ উড়াতে থাকে যেমন উঁচু প্রাসাদ।
كَأَنَّهُ جِمٰلَتٌ صُفرٌ
77:33 যেন সেগুলো হলদে বর্ণের উষ্ট্রসমূহ।
وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ
77:34 সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
هٰذا يَومُ لا يَنطِقونَ
77:35 এটা এমন দিন যে, তারা না কথা বলতে পারবে;
وَلا يُؤذَنُ لَهُم فَيَعتَذِرونَ
77:36 এবং না তারা অনুমতি পাবে ওযর-আপত্তি পেশ করার।
وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ
77:37 সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
هٰذا يَومُ الفَصلِ جَمَعنٰكُم وَالأَوَّلينَ
77:38   এটা   হচ্ছে   মীমাংসার   দিন;    আমি    তোমাদেরকে   একত্রিত   করেছি    এবং    সমস্ত পূর্ববর্তীদেরকে।
فَإِن كانَ لَكُم كَيدٌ فَكيدونِ
77:39 এখন যদি তোমাদের কোন চক্রান্ত থাকে, তবে আমার বিরুদ্ধে করো।
وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ
77:40 সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
إِنَّ المُتَّقينَ فى ظِلٰلٍ وَعُيونٍ
77:41 নিশ্চয় খোদাভীতি-সম্পন্নরা, ছায়া ও ঝরণাসমূহের মধ্যে থাকবে;
وَفَوٰكِهَ مِمّا يَشتَهونَ
77:42 এবং ফলমূলের মধ্যে, যা তাদের মন চায়।
كُلوا وَاشرَبوا هَنيـًٔا بِما كُنتُم تَعمَلونَ
77:43 আহার করো ও পান করো তৃপ্ত হয়ে আপন কর্মসমূহের প্রতিদান।
إِنّا كَذٰلِكَ نَجزِى المُحسِنينَ
77:44 নিশ্চয় সৎকর্মপরায়ণদেরকে আমি এমনই পুরস্কার দিয়ে থাকি।
وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ
77:45 সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
كُلوا وَتَمَتَّعوا قَليلًا إِنَّكُم مُجرِمونَ
77:46 কিছুদিন আহার করে নাও ও ভোগ করে নাও। নিশ্চয় তোমরা অপরাধী।
وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ
77:47 সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
وَإِذا قيلَ لَهُمُ اركَعوا لا يَركَعونَ
77:48 এবং যখন তাদেরকে বলা হয়- ‘নামায পড়ো!’ তখন পড়ে না।
وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ
77:49 সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
فَبِأَىِّ حَديثٍ بَعدَهُ يُؤمِنونَ
77:50 অতঃপর এর পরে কোন্‌ কথার উপর ঈমান আনবে?
 
Top