২৮তম হাদিসঃ নবীজি ﷺ নিজের জন্মদিনে রোযা রাখতেন
عن أبى قتادة حينما سُئِلَ النبي ﷺ عَنْ صَوْمِ يَوْمِ الِاثْنَيْنِ قَالَ ذَاكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ وَيَوْمٌ بُعِثْتُ أَوْ أُنْزِلَ عَلَيَّ فِيهِ. رواه مسلم
উচ্চারণঃ ‘আন আবি ক্বাতাদাতা হাইনামা সু-ইলান্নাবিয়্যি ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামা ‘আন সাওমি ইয়াওমিল ইসনাইনি ক্বালা যা'কা ইয়াওমুন উলিদতু ফীহি ওয়া ইয়াওমুন বু’ইছতু আও উনযিলা‘আলাইয়্যা ফীহি। রাওয়াহু মুসলিম।
অনুবাদ: হযরত কাতাদাহ (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্ণিত। একদা নবীজী (ﷺ) কে প্রতি সোমবারে রোযা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। নবীজী (ﷺ) ইরশাদ করলেন, এই দিনে আমি জন্ম গ্রহণ করেছি এবং এই দিনে আমাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে অথবা আমার উপর কোর’আন অবতীর্ন করা হয়েছে।
[সহীহ মুসলিম, কিতাবঃসিয়াম, ২/৮১৯ হাঃ ১১৬২; নাসাঈ কৃত সুনানে কুবরা ২/১৪৬ হাঃ ২৭৭৭; মুসনাদে আহমদ বিন হাম্বল ৫/২৯৭ হাঃ ২২৫৯৪]
Home
»
ঈদে মিলাদুন্নবী (ﷺ)
»
কিতাবঃ ৪০ হাদিস মুখস্ত রাখার ফজিলত
» নবীজি ﷺ নিজের জন্মদিনে রোযা রাখতেন
Related Posts
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে কি মিলাদ কিয়াম হয়?
লেখকঃ আব্দুল মোস্তফা রাহিম আযহারীশুনলাম কোন এক আজ্বহারী নাকি বলেছে আল-আজ্বহার বিশ্ববিদ্যলয়ে মিলাদুন্[...]
কোরান হাদিসের আলোকে ঈদে মিলাদুন্নবী ﷺ এর আমলসমুহ
বর্তমানে মিলাদ শরীফে যে আমলসমূহ প্রচলিত রয়েছে তা সম্পূর্ণ শরীয়ত সম্মত উত্তম আমল। এতে নাজায়েযের লে[...]
কোরান হাদিসের আলোকে ঈদে মিলাদুন্নবী ﷺ এর আমলসমুহ
বর্তমানে মিলাদ শরীফে যে আমলসমূহ প্রচলিত রয়েছে তা সম্পূর্ণ শরীয়ত সম্মত উত্তম আমল। এতে নাজায়েযের লে[...]
ঈদে মিলাদুন্নবী ﷺ বিরোধীদের আপত্তি ও জবাব -০৪
ঈদে মিলাদুন্নবী ﷺ বিরোধীদের আপত্তি ও জবাব -০৪আপনারা যখন মিলাদ পাঠ করেন তখন সকলে বিশ্বাস করেন রানার র[...]
ঈদে মিলাদুন্নবী ﷺ বিরোধীদের আপত্তি ও জবাব -০৪
ঈদে মিলাদুন্নবী ﷺ বিরোধীদের আপত্তি ও জবাব -০৪আপনারা যখন মিলাদ পাঠ করেন তখন সকলে বিশ্বাস করেন রানার র[...]