📌✉ মুহাম্মদ ইকবাল হােসেন
দক্ষিণ কদলপুর, রাউজান।


🖋উত্তর ঃ রমজান মাসে রােজা থাকা অবস্থায় কোন ব্যক্তির স্বপ্নদোষ হলে তার রােজা ভঙ্গ হবে না এবং মকরূহও হবে না বরং রােজা সঠিক থাকবে। তবে গােসল ও পবিত্রতা অর্জনে কালবিলম্ব না করবে বরং তাড়াতাড়ি গােসল করে পবিত্র হয়ে যাবে। ইচ্ছাকৃত গােসল করতে বিলম্ব করলে গােনাহগার হবে। হাদিস শরীফে উল্লেখ আছে। জানাবতওয়ালা ব্যক্তি যে ঘরে থাকে সেখানে রহমতের ফেরেশতা নাযিল হয় না।
দুররুল মুখতার ও ফতােয়ায়ে হিন্দিয়া ইত্যাদি। মুহাম্মদ মীর কাশেম মানিক হাজী বাদশা মাবেয়া কলেজ। 
 
Top