মাহে রামাদান এসেছে
[লেখক:: আরিফ ওয়াকিজ]
শুকরান খোদার করো মুমিন
নূরে রহমান এসেছে,
নেয়ামত বিলিয়ে দিতে আজি
মাহে রামাদান এসেছে।
সেহেরির বরকত ইফতারে রহমত
লও কুড়িয়ে লও,
রবের তরে নত হয়ে সবাই
সেজদায় লুটিয়ে যাও।
মাহে নূরে ভিজিয়া সবে রে
নিজেরে করো পাক,
যত কালিমা পাপের রইয়াছে
সারাটা ধুয়ে যাক।
যত জন আছে আপন চেনা
সকলের তরে যাও,
করিয়াছি গুনাহ্ ভুল বেয়াদবি
ক্ষমা তাদেক চাও।
তছবী দুরুদ তারাবী করো
সারা মাহিনা জুড়ে,
কদর রাত্রি তালাশ করো
শেষে ইতেকাফ করে।
দামি বনিলো এই মাহিনা
বুকে ধরিয়া যারে,
তার তেলাওয়াত করিও মন
মধুর প্রেমের সুরে।
মাহিনা গেলো মিলেনি মাফি
চোখ অস্রু পরেনি,
কপাল পোড়া মন্দ রে তুই
পায়গম্বরের পাক বানী।
মন হেলাতে আর কদিন যাবি
আসিলো নূরের তরী,
সব ভুলে আজ রবের ফরমান
মিলিয়া পালন করি।
ওয়াকিজ তুই তো বড় পাপী
এই জগত সংসারে,
তোর পক্ষ কি নিবে মাফি
পাক মাহিনার পাড়ে?
Related Posts
আগুনের ঝলক
আগুনের ঝলককবিঃ কাজী আহমদ এয়ার খান নাহিয়ান---------------- দ্রোহীদের যত প্রথা,দ্রোহময় যত কথা,বলবে তাদ[...]
হৃদয়ে জাগে স্মৃতি ঐ মদিনার
হৃদয়ে জাগে স্মৃতি ঐ মদিনার কবিঃ কাজী আহমদ এয়ার খান নাহিয়ান---------------- সবুজ গম্বুজ আর উচ্চ মিনার[...]
মুজাদ্দিদ আলফে সানী
মুজাদ্দিদে আলফে সানি (রহমতুল্লাহি আলাইহি) কে নিয়ে কবি ফররুখ আহমদের কবিতা-"মুজাদ্দিদ আলফে সানী''কবিঃ [...]
“ইশকে নবীর ফোয়ারা কোথায়”
ইশকে নবীর ফোয়ারা কোথায়কতটা গভীর কতটা অতললাজুক আশিক পিয়াস মেটায়আবরু লুকায় টানিয়ে আঁচল।এই সুধা কভু মিট[...]