মাহে রামাদান এসেছে
[লেখক:: আরিফ ওয়াকিজ]

শুকরান খোদার করো মুমিন
নূরে রহমান এসেছে,
নেয়ামত বিলিয়ে দিতে আজি
মাহে রামাদান এসেছে।

সেহেরির বরকত ইফতারে রহমত
লও কুড়িয়ে লও,
রবের তরে নত হয়ে সবাই
সেজদায় লুটিয়ে যাও।

মাহে নূরে ভিজিয়া সবে রে
নিজেরে করো পাক,
যত কালিমা পাপের রইয়াছে
সারাটা ধুয়ে যাক।

যত জন আছে আপন চেনা
সকলের তরে যাও,
করিয়াছি গুনাহ্ ভুল বেয়াদবি
ক্ষমা তাদেক  চাও।

তছবী দুরুদ তারাবী করো
সারা মাহিনা জুড়ে,
কদর রাত্রি  তালাশ করো
শেষে ইতেকাফ করে।

দামি বনিলো এই মাহিনা
বুকে ধরিয়া যারে,
তার তেলাওয়াত করিও মন
মধুর প্রেমের সুরে।

মাহিনা গেলো মিলেনি মাফি
চোখ অস্রু পরেনি,
কপাল পোড়া মন্দ রে তুই
পায়গম্বরের পাক বানী।

মন হেলাতে আর কদিন যাবি
আসিলো নূরের তরী,
সব ভুলে আজ রবের ফরমান
মিলিয়া পালন করি।

ওয়াকিজ তুই তো বড় পাপী
এই জগত সংসারে,
তোর পক্ষ কি নিবে মাফি
পাক মাহিনার পাড়ে?
 
Top