📌মুহাম্মদ সারওয়ার কামাল কাশেমী | দ. নলবিলা, ছােট মহেশখালী, কক্সবাজার
প্রশ্নঃ তারাবীহ নামাযে সাহু সাজদা আছে কি? থাকলে না দিলে কি হবে? দলীলসহ জানালে উপকৃত হব।

🖋উত্তর : জুমুআ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা ছাড়া যত রকমের নামায রয়েছে প্রত্যেক নামাযে সাজদা-এ সাহুর বিধান আছে। জুমুআ ও উভয় ঈদের নামাযে মুসল্লীদের উপস্থিতি ব্যাপকহারে হয়, বিধায় সাহু সাজদার ফলে মুসল্লীদের মধ্যে ফিতনার আশঙ্কা থাকে। তাই ফুক্বাহা-ই এযাম উক্ত নামাযে সাহু সাজদা দেয়া ওয়াজিব হলেও না দেওয়াকে উত্তম বলেছেন। আর জুমুআ ও দু’ঈদের জামাত ছােট হলে তখন সাজদা-এ সাহু ওয়াজিব হলে আদায় করে দিবে। তারাবীহ তথা অন্যান্য নামাযে নামাযের ওয়াজিবসমূহ থেকে কোন ওয়াজিব ভুলবশতঃ বাদ পড়লে আর নামাযে থাকা। অবস্থায় স্মরণ হলে, সাহু সাজদা দেওয়া ওয়াজিব। উক্ত সাহু সাজদা দ্বারা নামাযের ত্রুটি দূরীভূত হয়ে যায় এবং নামায পরিপূর্ণ ও শুদ্ধ হয়ে যায় এবং মহান আল্লাহর দরবারে গ্রহণযােগ্য হয়; অন্যথায় নামায শুদ্ধ হয়না এবং আল্লাহর দরবারে গৃহীত হয় না। তাই কোন ওয়াজিব ভুলবশতঃ বাদ পড়লে অবশ্যই সাহু সাজদা দিবে; কিন্তু কোন ফরজ বাদ পড়লে সাহু সাজদা দিলে হবেনা, ওই ফরজ বাদ পড়া নামাযগুলাে পুনরায় আদায় করতে হবে। 
 
Top