📌মুহাম্মদ কায়সার নানুপুর, ফটিকছড়ি চট্টগ্রাম।

🖋উত্তর ঃ
১. ই'তিকাফরত অবস্থায় স্বপ্নদোষের কারণে গােসল ফরজ হলে এবং মসজিদের ভিতরে অজু ও গােসলের জন্য কোন ব্যবস্থা না থাকলে তখন ই'তিকাফকারীর গােসলের জন্য মসজিদের বাহিরে যাওয়া জায়েয, ফরজ গােসল ছাড়া অন্য যে কোন ধরণের গােসলের জন্য সাধারণত বাহিরে গমণ করার অনুমতি নাই। তবে কয়েকদিন গােসল না করার কারণে বা বেশী গরমের দরুণ যদি শরীর অস্থির হয়ে পড়ে, তখন বিশেষ প্রয়ােজনে ক্ষতি হতে বাচার জন্য গােসল করতে বের হতে পারবে। এরিয়ায় অযু-গােসলের ব্যবস্থা থাকলে তখন ফরয গােসলের জন্যও বের হওয়ার অনুমতি নাই।
২. হেফাজতের নিয়তে ব্যাংকে টাকা জমা করা শরিয়ত সম্মত। তবে জমাকৃত টাকার উপর বর্ধিত অংশ যা ব্যাংক কর্তৃক দেওয়া হয় তাতে শরিয়তের দৃষ্টিতে সুদের অবকাশ থাকায় উক্ত বর্ধিত টাকা গ্রহণ করে নিজস্ব কোন প্রয়ােজনে ব্যবহার না করে ছাওয়াবের নিয়ত ছাড়া ফকির-মিসকিন দেরকে দিয়ে দিবে।
[ফতােয়ায়ে আমজাদিয়া ও ফতােয়ায়ে ফয়জে রসুল ইত্যাদি]

 
Top