🖋উত্তর ঃ রমজান মাসে তারাভীহ’র নামাযে কোরআন মজীদ একবার খতম করা সুন্নাত। অলসতার কারণে তারাভীহ’র নামাযে কোরআন শরীফ খতম যেন ছেড়ে না দেয় সে ব্যাপারে, ফিক্বহবিদ ও শরীয়তের ইমামগণ হুশিয়ার ও সতর্ক করে দিয়েছেন। যেমন ‘শরহে বেকায়া’ গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে, “রমজান মাসে নামাযে তারাভীহ’র মাধ্যমে পবিত্র কোরআন একবার খতম করা সুন্নাত এবং তা যেন মুসল্লীদের অলসতার দরুন ছেড়ে দেয়া না হয়।” হেদায়া নামক কিতাবেও উপরােক্ত উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে। (শরহে বেকায়া, কিতাবুস সালাত, পৃষ্ঠা ২০০৫) তবে উপযুক্ত ভাল হাফেজে কোরআন যদি কোন মহল্লায় পাওয়া না যায় তবে উপযুক্ত একজন ইমাম দ্বারা অবশ্যই সূরা তারাভীহ আদায় করবে। কিন্তু অলসতার দরুণ খতমে তারাভীহ পরিত্যাগ করলে অবশ্যই গুনাহগার হবে। 
 
Top