Latest News

জাগো মুসাফির

[কাজী নজরুল ইসলাম]



ভোর হল, ওঠ জাগো মুসাফির, আল্লা - রাসুল বোল

গাফলিয়াতি ভোল রে অলস, আয়েশ আরাম ভোল।।


এই দুনিয়ার সরাইখানায়

(তোর) জনম গেল ঘুমিয়ে হায়!

ওঠ রে সুখশয্যা ছেড়ে, মায়ার বাঁধন খোল।।


দিন ফুরিয়ে এল যে রে দিনে দিনে তর

দিনের কাজে অবহেলা করলি জীবনভোর।।


যে দিন আজো আছে বাকী

খোদারে তুই দিসনে ফাঁকি

আখেরে পার হবি যদি পুলসিরাতের পোল।।


_____________________

© ইসলামী বিশ্বকোষ


Top