আখেরী ছালাম 

(কাজী নজরুল ইসলাম)


আখেরী ছালাম লও ওহে নানাজান

তোমার হোসেন যায় কারবালা ময়দান

কারবালা ময়দান গিয়া দিব গলা কাটাইয়া

আর না হবে দেখা ওহে নানাজান।

তোমার হোসেন যায় কারবালা ময়দান

দুলদুলে ছওয়ার হয়ে কারবালা ময়দানে গিয়ে

কাটিয়া ফেলিব যত কাফের শয়তান।

এজিদ জুলুম করিল মদিনায় না রইতে দিল

চক্রান্তে ছাড়িয়া দিলাম মদিনা মোকাম।

তোমার হোসেন যায় কারবালা ময়দান।



|  ইসলামী বিশ্বকোষ  |

 
Top