Latest News

সর্বাগ্রে সালাম প্রদান


হুজুর আকরাম (ﷺ) তাঁর কাছে আগত আগন্তুক কে আগেভাগে সালাম প্রদান করতেন। এটাও তাঁর বিনয়ের নিদর্শন। কেউ তাঁকে আগে সালাম দিলে তিনি তার উত্তর প্রদান করতেন। এখান থেকে একটি বিষয় সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায় যে, হুজুর পাক (ﷺ) এর রওযা শরীফের জিয়ারতকারীদের জন্য এ মহামূল্যবান নেয়ামত পাওয়ার শুভ সংবাদ রয়েছে। যেহেতুে হুজুর পাক (ﷺ) তাঁর জাহেরী জীবনের উক্ত গুণে গুণান্বিত ছিলেন। কাজেই এখনও সে গুণ তাঁর মধ্যে বিদ্যমান। তাই যিয়ারতকারী ব্যক্তি তার সালাম লাভে ধন্য হবে। কোন কোন নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি থেকে তাদের কারামত হিসাবে স্বকর্ণে হুজুর পাক (ﷺ) এর সালাম শ্রবণ করা সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। নিঃসন্দেহে হুজুর আকরম (ﷺ) তার দুনিয়ার জীবনে উম্মতের জন্য রহমত ছিলেন। কবরের জীবনেও ঠিক তেমনিভাবে উম্মতের জন্য রহমত হয়ে আছেন।


➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী] 


© | সেনানী এপ্স |

Top