Latest News

রাসুল নামে কে এলো মদিনায়

          কাজী নজরুল ইসলাম 

==========================

রাসুল নামে কে এলো মদিনায় (২)

ওরে আকাশেরও চন্দ্র কেড়ে (২)

ও কে আনলো দুনিয়ায়(ঐ)


গলেতে তজবিরও মালা

কে জানে ঐ কামলি ওয়ালা (২)


ওরে আমার বুকের দরগাহতলা(২)

তারে ডেকে নিয়ে আয় (ঐ)


দেখি নাই শুনি নাই কথা

মানসে না সে মানসের ব্যাথা (২)


ওরে এমনও দরদির কথা (২)

শুনলে পরাণও জুড়ায় (ঐ)


_____________________

© ইসলামী বিশ্বকোষ


Top