Latest News

আল্লা নামের বীজ বুনেছি 

(কাজী নজরুল ইসলাম)


আল্লা নামের বীজ বুনেছি এবার মনের মাঠে।

ফলবে ফসল বেচব তারে কিয়ামতের হাটে।।


পাওনাদার যে এই জমির

খাজনা দিয়ে সেই নবীজীর

বেহেশতেরই তালুক কিনে বসব সোনার খাটে।।


মসজিদে মোর মরাই বাঁ, হবে না কো চুরি,

মনকির নকির দুই ফেরেশতা হিসাব রাখে জুড়ি।


রাখব হেফাজতে তরে

ঈমানকে মোর সাথী ক’রে

রদ হবে না কিস্তি, জমি উঠবে না আর লাটে।।



|  ইসলামী বিশ্বকোষ  |



Top