Latest News

শামায়েলে তিরমিজি


১৪.রাসূলুল্লাহ (ﷺ) এর তরবারির বিবরণ   


📌পরিচ্ছেদঃ

রাসূলুল্লাহ (ﷺ) এর তরবারির বিবরণ


৮১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ ، قَالَ : حَدَّثَنَا أَبِي ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " كَانَتْ قَبِيعَةُ سَيْفِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فِضَّةٍ " .


আনাস (رضي الله عنه) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) এর তরবারির বাটের অগ্রভাগ ছিল রৌপ্যের দ্বারা তৈরিকৃত। ৮৩


ব্যাখ্যাঃ উল্লেখিত তরবারিটি ছিল যুলফিকার। মক্কা বিজয়ের দিন এটা রাসুলুল্লাহ (ﷺ) এর সাথে ছিল। 


[৮২] এটি তিনি পিতার উত্তরাধিকারসুত্রে লাভ করেন। এ তরবারিটি তাঁর প্রথম তরবারি ছিল।

[৮৩] আবু দাউদ,হাদিস/২৫৮৫; সুনানে কুবরা লিল বায়হাকী, হাদিস/৭৮২০

হাদিসের মানঃ সহিহ হাদিস

Top