ধীরে ধীরে চালাও ছুরি 

(কাজী নজরুল ইসলাম)


ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়।

জয়নাল আবেদীনের কান্দন শুনতে দাওনারে আমায়

সীমার তোরে বিনয় করি, আমার গলায় দিসনা ছুরি

বেহেশতে নিব তোরে আখেরী বেলায়।।


জয়নাল আবেদীনের কান্দন শুনতে দাওনারে আমায়

আমার নানা নবী ছিল গুনাগারের শাফি হল

সেই গলাতে দিত চুমা নানাজি সদাই।।

ধীরে ধীরে…. ঐ


কোথায় রইলা মা জননী তোমার হোসেন ধরাশায়ী

সীমারে বসিল মাগো আমারি সীনায়

সেই সীনাতে বিষের ছুরি সীমারে চালায়

সীমার তোরে বিনয় করি আমার গলায় দিসনা ছুরি,

বেহেশতে নিব আখেরী বেলায়।।


ধীরে ধীরে…. আমারি গলায় (২)



|  ইসলামী বিশ্বকোষ  |

 
Top