জমীনু জমা তোমহারে লিয়ে 

[আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন (رحمة الله)]


জমীনু জমা তোমহা রে লিয়ে, মকীনু মকাঁ তোমহা রে লিয়ে,চুনীনো চুনা তোমহা রে লিয়ে,বনে দু জাহাঁ তোমহা রে লিয়ে।


দাহান মে জুবাঁ তোমহা রে লিয়ে,বদন মে হেঁ জাঁ তোমহা রে লিয়ে,হাম আয়ে ইয়াহা তোমহা রে লিয়ে,উঠে ভি ওয়াহাঁ তোমহা রে লিয়ে।


কলীমো নজ্বী মছীহো ছফী,খলীলো রদ্বী রসূলো নবী, আতীক্বো অছী গ্বণী ও আলী, ছনা কি জুবাঁ তোমহা রে লিয়ে।


তোমহারী চমক তোমহা রি দমক,তোমহা রি ঝলক তোমহা রি মাহক, জমীনো ফলক ছিমাকো ছমক, মে ছিক্কা নিশাঁ তোমহা রে লিয়ে।


ইয়ে শামছো ক্বমর ইয়ে শামো ছহর, ইয়ে বরগো শাজর ইয়ে বাগ্বো ছমর,ইয়ে তেগ্বো ছিপর ইয়ে তাজো কোমর,ইয়ে হুকমে রাওয়াঁ তোমহা রে লিয়ে।


নাজিন্নো বশর কে আ ট পহর, মালাইকা দরপে বছতা কোমর,নাজুব্বা ওয়াছর কে ক্বলবো জিগর, হেঁ সিজদা কুনা তোমহা রে লিয়ে।


না রুহে আমীন না আরশে বরী, না লওহে মুবীন কুয়ি ভি কহীঁ,

খবর হি নেহিঁ জু রমজিঁ কুলী, আজল কি নিহাঁ তোমহা রে লিয়ে।


খলীলো নজী মছীহো ছফী, ছভী ছে কহী কহিঁ ভি বনী,ইয়ে বে খবরী কে খল্ক্ব পেরী, কাহাঁ ছে কাহাঁ তোমহা রে লিয়ে।


ইশারে ছে চাদঁ চীড় দিয়া,চুপে হুয়ে খুর কো পের লিয়া,গিয়ে হুয়ে দিনকো আসর কিয়া, ইযে তাবো তাওয়াঁ তোমহা রে লিয়ে।


ছবা ওয়ো চলে কেবা গ্বো পলে,ওয়ো পুলো খেলে কিদিন হো ভালে,লিওয়া কে তলে ছনা মে কুলে, রযা কি জুবাঁ তোমহা রে লিয়ে।


____________________________________

ইসলামী বিশ্বকোষ

 
Top