Latest News

আল্লাহকে যে পাইতে চায় 

(কাজী নজরুল ইসলাম)


আল্লাহ কে যে পাইতে চায় হজরতকে ভালবেসে

আরশ কুরসী লওহ কালাম না চাইতেই পেয়েছে সে।।

রসুল নামের রশি ধ’রে

যেতে হবে খোদারঘরে,

নদী -তরঙ্গে যে পড়েছে, ভাই

দরিয়াতে সে আপনি মেশে।।


তক্ ক’রে দুঃখ ছাড়া কী পেয়েছিস অবিশ্বাসী,

কী পাওয়া যায় দেখ না বারেক হজরতে মোর ভালবাসি?


এই দুনিয়ায় দিবা-রাতি

ঈদ হবে তোর নিত্য সাথী ;

তুই ঢ়া চাস তাই পাবি হেথায়

আহমদ চান যদি হেসে।।



|  ইসলামী বিশ্বকোষ  |

Top