Latest News

মনে বড় আশা ছিল 

(কাজী নজরুল ইসলাম)


মনে বড় আশা ছিল যাব মদিনায়

সালাম আমি করব গিয়ে নবীজীর রওজায় (২)

আরব সাগর পারি দিব নাইকো আমার তরী

পাখা নাইকো উড়ে যাব ডানাতে ভর করি

কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তরী

আমায় নাওমা ও ভাই,

সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়,

এ গরীবের ছালাম খানি পৌছে দিও মদিনার বাদশায়

ছালা……. রওজায়।



|  ইসলামী বিশ্বকোষ  |

Top